গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

ঝিরিঝিরি বৃষ্টির বিকালে জলপাইগুড়ির মরাঘাট জঙ্গলে বিরল এক দৃশ্য। দেখা মিলল তার। রাস্তার মাঝেই দাঁড়িয়ে পড়ল এক দলছুট গজরাজ।

গয়েরকটা থেকে দুরামারি যাওয়ার রাস্তায় হঠাৎই চলাচল বন্ধ হয়ে যায়। থমকে গেল একের পর এক যান। একদম মাঝ রাস্তায় দাঁড়িয়ে থাকা বিশাল দাঁতালকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

নিত্যযাত্রী ও স্থানীয়রা পড়েন সমস্যায়। কেউ কেউ আবার কৌতূহলবশত দাঁড়িয়ে পড়েন সেই দৃশ্য দেখতে।