‘নিউ ইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করব’, নেতানিয়াহুকে ফের হুঁশিয়ারি মেয়র পদপ্রার্থী জোহরানের

আর কী বললেন তিনি?

যদি ক্ষমতায় আসি আর ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে পা রাখেন, তাহলে তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তারির নির্দেশ দেব। ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ফের হুঁশিয়ারি দিলেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি।

মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া একটি একটি সাক্ষাৎকারে জোহরান বলেন, “আন্তর্জাতিক অপরাধ কোর্ট আগেই নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। আমি সেটিকে সম্মান করতে চাই। যদি আমি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হই এবং তখন যদি ইজরায়েলের প্রধানমন্ত্রী শহরে পা রাখেন, তাহলে তৎক্ষণাৎ তাঁকে গ্রেপ্তারির নির্দেশ দেব। নিউইয়র্ককে আন্তর্জাতিক আইনের পক্ষে দাঁড় করানো আমার কর্তব্য।” এর আগেও জোহরান একই হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহুকে। সেই সময় ইজরায়েলের প্রধানমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পালটা আক্রমণ করেন নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থীকেও।

প্রসঙ্গত, নিউ ইয়র্কের মেয়র পদপ্রার্থী বছর তেত্রিশের জোহরানের জন্ম উগান্ডায়। তবে তাঁর বাবা মাহমুদ মামদানি গুজরাটের বাসিন্দা। অন্যদিকে জোহরানের মা হলেন স্বনামধন্য পরিচালক মীরা নায়ার। জন্মের কিছু বছর পর জেহরান নিউ ইয়র্কে চলে আসেন। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা। এই কুইন্স শহরে প্রচুর সংখ্যক বাংলাদেশির বাস। সেখানে থাকতে থাকতেই বাংলা ভাষা রপ্ত করেছেন জেহরান। সমাজমাধ্যমে নির্বাচনী প্রচারে তাঁকে বাংলা ভাষাতেও কথা বলতে দেখা গিয়েছে। সস্তায় খাদ্য,বস্ত্র এবং বাসস্থান মূলত নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য এই তিন প্রতিশ্রুতিই দিয়েছেন জেহরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *